“সময় আমাদের সবার জন্যই সমান —

"সময় আমাদের সবার জন্যই সমান — কিন্তু আমরা কীভাবে সেটা ব্যবহার করি, সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে।”

আমাদের জীবনে এমন একটি সম্পদ আছে যা সবার জন্য সমানভাবে বরাদ্দ করা হয়েছে—তা হলো “সময়”।

আমি যেই হই না কেন, প্রতিদিন আমার ঝুলিতে আসে ২৪টি ঘন্টা, ১৪৪০ মিনিট। এটা আমি চাই বা না চাই, এটি আসবে আবার চলেও যাবে, এটা আমি বদলাতে পারবো না।

পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি, একজন সফল উদ্যোক্তা, কিংবা পথের পাশে বসে থাকা এক অসহায় মানুষ—সময় সবার জন্যই সমান। এটাই একমাত্র সম্পদ যেখানে ধনী-গরিব, শহর-গ্রাম, মেধাবী-মধ্যম সব পার্থক্য হারিয়ে যায়।

সময় ম্যানেজমেন্ট মানে কিন্তু এই না যে, আমি প্রতিদিনের ২৪ ঘণ্টাকে মিনিটে-মিনিটে ভাগ করে ফেলবো এবং ২৪ ঘন্টাই প্রোডাক্টিভ কাজ করব। এর মানে হলো—সারাদিনের একটি ছোট্ট অংশকে সচেতনভাবে কাজে লাগানো।

সময় কে ম্যানেজ করার দরকার নেই, সময়ের কাজ সময়ে শেষ করে সময়কে ব্যবহার করতে পারাটাই সার্থকতা।

যেমন: আমি যদি প্রতিদিন মাত্র ১ ঘণ্টা নিজের লক্ষ্যে কাজ করার জন্য বরাদ্দ করি, আর সেই ১ ঘণ্টাকে যদি আমি “ডিস্টার্বেন্স-ফ্রি”, “ফোকাসড”, “প্ল্যানড” রাখি, তাহলে সেটি আমার জীবনে একটা গেম-চেঞ্জার হতে পারে।

প্র্যাকটিক্যাল কৌশল

১. ফোকাস টাইম নির্ধারণ করা প্রতিদিন এমন এক সময় বের করে রাখতে হবে যখন আমি সবচেয়ে একাগ্র থাকবো। সেটা হতে পারে ভোর, দুপুর বা রাত। সে সময়টাকে আমার “প্রোডাকটিভ ব্লক” হিসেবে নির্ধারণ করবো।

📵 মোবাইল সাইলেন্ট

📋 কাজের লিস্ট তৈরি

⏱ ৪৫ মিনিট কাজ, ৫-১০ মিনিট বিরতি (Pomodoro)

২. অগ্রাধিকার ঠিক করা সব কাজ সমান গুরুত্বপূর্ণ না।

গুরুত্বপূর্ণ এবং জরুরি → এখনই করা

গুরুত্বপূর্ণ কিন্তু অজরুরি → সময় নির্ধারণ করা

অপ্রয়োজনীয় → বাদ দেয়া

৩. নিজের সময়কে পরিমাপ করা একটা দিন ট্র্যাক রাখি—কোথায় কত সময় যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ২ ঘণ্টা গেল?

রিইউজেবল কাজ বারবার করছি?

এইসব সনাক্ত করতে পারলেই সময় বাঁচাতে পারবো।

৪. রুটিন না, রিদম তৈরি করা রুটিন মানে সময় ধরে বাধা; রিদম মানে নিজের মতো করে প্রবাহ তৈরি। যেটা আমি “করবোই” এমনভাবে তৈরি করি। দিনে একবার করলেও করবো, কিন্তু প্রতিদিন করবো।

সময় ম্যানেজমেন্ট আসলে নিজেকে ম্যানেজ করা। আমি কীভাবে প্রতিদিনের একটা নির্দিষ্ট সময় ব্যবহার করছি—সেটাই বলে দেয়, আমি আগামী ১ বছর কোথায় থাকবো।

“সময় নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভালো উপায় হলো—প্রতিদিনের এক ঘণ্টাকে নিজের নিয়ন্ত্রণে আনা।”

সময় তার নিজের গতিতে চলছে চলবেই। একবার সময় আমার হয়ে কাজ করা শুরু করলে, আমি জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিবর্তনের ঢেউ দেখতে পাবো। ইনশাল্লাহ পরিবর্তনটা অবশ্যই পজিটিভ হবে।

আমি একজন ডেভেলপার হিসেবে প্রতিদিন এই প্র্যাকটিসগুলো ফলো করার চেষ্টা করছি। আপনারা কীভাবে সময় ম্যানেজ করেন? কমেন্টে জানাতে পারেন।

#ManageMyTime #Productivity #TimeManagement

#WebDeveloper

0
Subscribe to my newsletter

Read articles from Sheikh Muhammad Antor directly inside your inbox. Subscribe to the newsletter, and don't miss out.

Written by

Sheikh Muhammad Antor
Sheikh Muhammad Antor