ইংল্যান্ডের রক্ষণাত্মক মানসিকতার পর Joe Root খোঁচা দিলেন Mohammed Siraj, ‘বাজবলের’ খোঁজ নিয়ে বললেন: “চলো, আমি দেখতে চাই!”

Mohammed Siraj লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের নতুন ব্যাটিং স্টাইলকে নিয়ে সরাসরি কটাক্ষ করেন, বলেন তিনি ‘বাজবল’ দেখতে চান।
লর্ডসে প্রথম দিনে ‘বাজবলের’ বিপরীত চিত্র, Joe Root খোঁচা দিলেন সিরাজ
লর্ডস টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ড ও ভারতের ম্যাচে নাসের হুসেন একদম সঠিকভাবে মন্তব্য করেছিলেন, “আজকের দিনটা পুরোপুরি অ্যান্টি-বাজবল।” দিনের শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ২৫১/৪। আগ্রাসী খেলার পরিচিত ছন্দ ছেড়ে, স্বাগতিকরা এদিন ধৈর্য ধরে বলের গুণমান অনুযায়ী খেলেন এবং গোটা দিনে গড়ে প্রতি ওভারে মাত্র ৩ রান তোলেন একটি ধীর ও মন্থর পিচে।
দ্বিতীয় সেশনের একটি পর্যায়ে ইংল্যান্ডের ব্যাটাররা টানা ২৮ বল খেলেন কোনও রান না নিয়ে। তখন ওলি পোপ ও জো রুট একটি দ্রুত সিঙ্গেল নেওয়ায় লর্ডসের সদস্যদের গ্যালারি থেকে উঠে আসে জোরাল করতালি। দ্বিতীয় সেশনের শুরুতে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ অসাধারণ বল করেন এবং ব্যাটারদের বিপদে ফেলেন।
Joe Root যখন বারবার সিরাজের বল মিস করছিলেন, তখন ভারতীয় পেসার তাঁর নিজস্ব মানসিক খেলায় নামেন। এক ওভার শেষে সিরাজ এগিয়ে যান স্ট্রাইকার এন্ডে থাকা রুটের দিকে এবং ‘বাজবল’ নিয়ে খোঁচা দিতে শুরু করেন।
রুটের চোখে চোখ রেখে সিরাজ বলেন, “বাজবল কোথায়? বাজ বাজ বাজবল, চলো দেখি আমি!”
Mohammad Siraj asking Joe Root where is the Bazball. 😂pic.twitter.com/PF7XhI58hS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 10, 2025
এমনকি ভারত অধিনায়ক শুভমান গিলও নিজের মতো করে মানসিক খেলা খেলতে পিছপা হননি। যখন ইংল্যান্ডের ব্যাটাররা স্ট্রাইক ঘোরাতে এবং ব্যাটে বল লাগাতে হিমশিম খাচ্ছিলেন, তখন গিল ছিলেন পুরোপুরি চঞ্চল মেজাজে। ইংল্যান্ডের ধীরগতির রানতোলাকে কটাক্ষ করে তিনি বলেন,
“আর কোনও এন্টারটেইনিং ক্রিকেট নয়। স্বাগতম আবার একঘেয়ে টেস্ট ক্রিকেটে, ছেলেরা!”
প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২৫১/৪, Joe Root ও বেন স্টোকস যথাক্রমে ৯৯ ও ৩৯ রানে অপরাজিত ছিলেন।
নীতিশ কুমার রেড্ডি হলেন খেলাটির নায়ক
পরে রবীন্দ্র জাদেজা ওলি পোপকে আউট করেন, আর জসপ্রিত বুমরাহ একটি দুর্দান্ত বল করে হ্যারি ব্রুককে ক্লিন বোল্ড করেন।
এর আগে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এডগবাস্টনের আগের ম্যাচ থেকে উভয় দল এক এক জন পরিবর্তন করে তাদের একাদশে। ইংল্যান্ড যোফরা আর্চারকে নিয়ে এসেছে জশ টঙ্গের বদলে, আর ভারত প্রাসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে বুমরাহকে খেলিয়েছে।
Sign Up Fast For E2Bet And Enjoy A Free Bonus On Your First Registration!
Subscribe to my newsletter
Read articles from Sayuri Yuki directly inside your inbox. Subscribe to the newsletter, and don't miss out.
Written by
