ট্রেন্ডে এখন ফারসি সালোয়ার, কোথা থেকে এলো?


নতুন প্রজন্মের ফ্যাশনে ভিন্নতা ও নিজস্বতা তুলে ধরার প্রবণতা এখন স্পষ্ট। আধুনিক ধারার পাশাপাশি বহু পুরনো স্টাইলের পুনরাবির্ভাব ঘটছে। এ ক্ষেত্রে ফারসি সালোয়ার হয়ে উঠেছে নতুন ট্রেন্ড আইকন। ঢিলেঢালা, আরামদায়ক ও রাজকীয় এই পোশাকটি আবার ফিরে এসেছে ফ্যাশনের কেন্দ্রবিন্দুতে।
পুরনো ঐতিহ্যের নতুন ব্যাখ্যা
মোঘল আমলের ঐতিহ্যবাহী ফারসি সালোয়ার একসময় আভিজাত্যের প্রতীক ছিল। এখন তা ফ্যাশনের আধুনিক ধারায় জায়গা করে নিয়েছে। বিশেষ করে পাকিস্তানি টিভি ড্রামা ও সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের প্রভাব এই ট্রেন্ডকে আরও জনপ্রিয় করে তুলেছে। ঢিলেঢালা ডিজাইন আর আরামদায়ক কাট ফারসি সালোয়ারকে সব বয়সী নারীর পছন্দের তালিকায় নিয়ে এসেছে।
কেন বিশেষ ফারসি সালোয়ার
এই সালোয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দৈর্ঘ্য—পায়ে ঝুলে প্রায় মেঝে ছুঁয়ে যায়। "ফারসি" শব্দের অর্থও তাই, ‘মেঝে’। ঢিলেঢালা গঠন এবং নিচে ঝুলে পড়া কাটে তৈরি এই সালোয়ার শরীরের গঠন ঢেকে দেয়ায় তুলনামূলক ভারী গড়নের নারীদের জন্যও এটি উপযোগী।
যেভাবে পরবেন ফারসি সালোয়ার
ফারসি সালোয়ার ক্যাজুয়াল থেকে শুরু করে জমকালো যে কোনো অনুষ্ঠানে পরা যায়। সাধারণত সালোয়ারই এখানে স্টাইল স্টেটমেন্ট, তাই কামিজ থাকে অপেক্ষাকৃত ছোট। গোল কাট বা কাবলি স্টাইলে ছোট কামিজের সঙ্গে পরলে সালোয়ারের ভাঁজগুলো আরও ভালোভাবে চোখে পড়ে। তবে লং কামিজের সঙ্গেও মানিয়ে যায় বেশ। চাইলে একরঙা বা কো-অর্ডিনেটেড সেট হিসেবেও তৈরি করতে পারেন।
কাপড় ও ডিজাইন
ফারসি সালোয়ার তৈরিতে ব্যবহার করা হয় রাজকীয় নকশা ও আধুনিক উপকরণ। স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, লেইস ও সিকোয়েন্সের কাজ তো থাকছেই। কাপড় হিসেবে লিনেন, তসর সিল্ক, ধুপিয়ান সিল্ক কিংবা রেমি কটন বেশ জনপ্রিয়। বিয়ের জন্য চাইলে বেনারসি বা ভারি সিল্কের সালোয়ারও বানানো যেতে পারে।
কোথায় পাবেন
ফারসি সালোয়ার এখন বেশিরভাগ ফ্যাশন হাউসেই পাওয়া যাচ্ছে। আড়ং, সারা, দেশীদশসহ দেশীয় বড় ফ্যাশন ব্র্যান্ডগুলোতে রয়েছে এর নানা ভ্যারিয়েশন। চাইলে নিউমার্কেট, বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্ক ঘুরে দেখতে পারেন। এছাড়া অনলাইনেও বিভিন্ন ডিজাইনের ফারসি সালোয়ার কিনতে পাওয়া যাচ্ছে।
Subscribe to my newsletter
Read articles from Faruk Hossain directly inside your inbox. Subscribe to the newsletter, and don't miss out.
Written by

Faruk Hossain
Faruk Hossain
E28 sports is a Asian Most Popular Sports site. It has cricket, football and others sports update news and live matches.