এশিয়া কাপ ২০২৫-এর জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান, জায়গা হলো না বাবর আজমের।

orangeevaorangeeva
3 min read

পাকিস্তানের নেতৃত্ব দেবেন সালমান আলি আগা Asia Cup 2025-এ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার, ১৭ আগস্ট আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং Asia Cup 2025-এর জন্য পাকিস্তান দলের ঘোষণা দেয়। টি২০ সিরিজটি অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত, আর এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর।

পাকিস্তানের হয়ে টি২০তে সর্বাধিক রান সংগ্রহকারী বাবর আজমকে এবার দলে রাখা হয়নি। তার সঙ্গে একদিনের দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকেও বাদ দেওয়া হয়েছে। তরুণদের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেয় পিসিবি।

Asia Cup 2025 পাকিস্তানের নেতৃত্ব দেবেন সালমান আলি আগা। ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট পাওয়া ফখর জামানকেও দলে রাখা হয়েছে। অর্থাৎ ত্রিদেশীয় সিরিজ এবং আট জাতির টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

তবে কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, যদি ফখর জামান সময়মতো ফিট না হন, তাহলে পিসিবি বাবর আজমকে দলে অন্তর্ভুক্ত করতে পারে। পাকিস্তানের ঘোষিত দলে রয়েছে বেশ কিছু প্রতিশ্রুতিশীল নাম, বিশেষত বোলিং বিভাগে ভরপুর আগ্রাসন।

দ্রুত বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলি। স্পিন বিভাগে থাকবেন আবরার আহমেদ ও সুফিয়ান মোকিম।

পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ ও Asia Cup 2025-এর জন্য দল ঘোষণা

Asia Cup 2025

সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নবাজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা, শাহীন শাহ আফ্রিদি এবং সুফিয়ান মোকিম।

পাকিস্তানের ত্রি-সিরিজ ও Asia Cup 2025 এর সূচি

তারিখম্যাচসময় (স্থানীয়)
২৯ আগস্টআফগানিস্তান বনাম পাকিস্তানসন্ধ্যা ৭টা
৩০ আগস্টসংযুক্ত আরব আমিরাত বনাম পাকিস্তানসন্ধ্যা ৭টা
১ সেপ্টেম্বরসংযুক্ত আরব আমিরাত বনাম আফগানিস্তানসন্ধ্যা ৭টা
২ সেপ্টেম্বরপাকিস্তান বনাম আফগানিস্তানসন্ধ্যা ৭টা
৪ সেপ্টেম্বরপাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাতসন্ধ্যা ৭টা
৫ সেপ্টেম্বরআফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাতসন্ধ্যা ৭টা
৭ সেপ্টেম্বরফাইনালসন্ধ্যা ৭টা

এসি সি Asia Cup 2025 (পাকিস্তানের ফিক্সচার, সুপার ফোর ও ফাইনাল):

তারিখম্যাচভেন্যুসময় (স্থানীয়)
১২ সেপ্টেম্বরওমান বনাম পাকিস্তানDICSসন্ধ্যা ৬টা
১৪ সেপ্টেম্বরভারত বনাম পাকিস্তানDICSসন্ধ্যা ৬টা
১৭ সেপ্টেম্বরসংযুক্ত আরব আমিরাত বনাম পাকিস্তানDICSসন্ধ্যা ৬টা
২০-২৬ সেপ্টেম্বরসুপার ফোরের খেলাআবুধাবি ও দুবাই
২৮ সেপ্টেম্বরফাইনালDICSসন্ধ্যা ৬টা

Table of Contents

Sign Up Fast For E2bet And Enjoy A Free Bonus On Your First Registration

0
Subscribe to my newsletter

Read articles from orangeeva directly inside your inbox. Subscribe to the newsletter, and don't miss out.

Written by

orangeeva
orangeeva